
টাঙ্গাইলঃ জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে ছাত্র জনতার কঠোর আন্দোলন ও বুকের তাজা রক্তের বিনিময়ে গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন।
ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকগন বিজয় মিছিলে অংশ নিতে দলে দলে মধুপুর অডিটরিয়ামের সামনে এসে সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে এ বিজয় মিছিলে অংশ নিতে লোকেলোকারণ্য হয়ে উঠে মধুপুর পৌরশহর।
পরে, বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়।
এ সময় সকল রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল ও ওসি তদন্ত রাসেল আহমেদ তাদের সঙ্গীও কোর্স নিয়ে দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।
এ বিজয় মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী ফ্যাসিবাদের নির্মম গণহত্যার ভয়াবহতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান আসিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,যুবদল, মহিলাদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।