
মাবিকগঞ্জঃ জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে এক বিশাল সমাবেশে হরিরামপুর – সিংগাইর এবং সদরের আংশিক নিয়ে মানিনকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনিত মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন,আজকের দিনটি হচ্ছে বাংলাদেশ থেকে একটি অন্যায় অপকর্ম জুলুম করে খমতায় টিকে থাকা এক জুলুম শাহির বিদায়ের দিন।
জুলুমকারী ফ্যাসিবাদ সরকারকে এদেশ থেকে হটাতে যাঁরা পুলিশের গুলির সামনে বুকপেতে দিয়ে ছিলো শেই আবুসাইদ,মুগ্ধদেরকে স্বরন করার দিন। আজকে আমরা কথা বলছি ফ্যাসিবাদি সরকারের পুলিশের গুলির সামনে।
আসানিয়ে আমার ভাইরা বিপ্লব করে ছিলো,যে আসানিয়ে শহীদেরা তাদের জীবন দিয়েছে,মা তার বুকখালি করেছে,বাবা তার সন্তানকে রাস্তায় পাঠিয়ে দিয়েছিলো, যে আসা নিয়ে সত্রুকে সম্মুখে ডেকেছিলো আমি এসেছি তুমি কেন আসনা তোমার আসতে দেরি হয়েগিয়েছে। সে আসা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নাই। গত মঙ্গলবার ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক বিশাল সমাবেশে বক্তব্যকালে মুহাম্মদ জাহিদুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা চেয়েছিলাম একটা ঘুশমুক্ত বাংলাদেশ। একটা দুর্নিতিমূক্ত বাংলাদেশ।আমারা চেয়েছিলাম আমাদের অফিসগুলো ঘুষ মূক্ত থাকবে। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্ত বায়িত হয় নাই। এখনো ফ্যাসিবাদ সরকারের দোসররা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠে।
মুহাম্মদ জাহিদুর রহমান আইনশৃংক্ষলা বাহিনিকে উল্লেখ করে বলেন, আপনাদের সংস্কারের মাধ্যমে আমরা নতুনকরে বাংলাদেশকে চিন্তে চাই।সেই সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন গ্রহন যুগ্য হবেনা। এক পিয়ালার মদ আরেক পিয়ালায় ঢাললেই কি সংস্কার হয়?
জেলা জামায়াতে আমীর হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির ঢাকা বিভাগের টিম সদস্য ও সাবেক জেলা আমীর,মানিকগঞ্জ -৩ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ -১আসনের প্রার্থী ইউরো-বাংলা হাসপাতালের এমডি ডাঃ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক ।
জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ নূরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,একটি বৈষম্যহীন,দূর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমাদের সন্তানেরা দেশের স্বার্থে জীবন দিয়েছে। হাজার হাজর ছাত্র-,জনতা পঙ্গু ও আহত হয়েছে,নির্যাতনের স্বীকার হয়েছে। আমরা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে সৎ ও দেশ প্রেমিক মানুষদের দেশের হাল ধরতে হবে। কোন ভাবেই সংস্কার না করে কোন নির্বাচন হতে দেয়া হবে না।জুলাই বিপ্লব কে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।আর কোন ফ্যাসিস্টকে এ দেশের উপর চেপে বসতে দেয়ানহবে না।এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের অধিকার প্রতিষ্ঠা করা হবে। বক্তারা দেশের প্রকৃত উন্নয়নের জন্যে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোকে আগামীতে ক্ষমতায় আনতে জনগনের প্রতি আহবান জানান।সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।