১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকাঃ আজ ২২ শ্রাবণ, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী।

৮৪ বছর আগে এই দিনে কবিগুরু বিদায় নিয়েছিলেন পৃথিবীর মঞ্চ থেকে, কিন্তু তার অসামান্য সৃষ্টি এখনও ছড়িয়ে আছে বাঙালির চিন্তা, সংস্কৃতি ও জীবনের নানা পরতে।

১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর কনিষ্ঠ সন্তান। ছোটবেলাতেই তার সাহিত্যচর্চা শুরু হয়। মাত্র আট বছর বয়সে লেখালেখির হাতে খড়ি হয়, আর প্রথম প্রকাশিত কবিতা ‘অভিলাষ’ ছাপা হয় ১৮৭৪ সালে।

রবীন্দ্রনাথের রচনার পরিমাণ বিস্ময়কর। তিনি রচনা করেছেন ৫২টি কবিতার বই, ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্পের সংকলন, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ, এবং ৩৮টি নাটক। এছাড়া তার মৃত্যুর পর ৩৬ খণ্ডে প্রকাশিত হয়েছে ‘রবীন্দ্র রচনাবলী’, এবং রয়েছে ১৯ খণ্ডের ‘রবীন্দ্র চিঠিপত্র’।

১৯১০ সালে ‘গীতাঞ্জলি’ প্রকাশের পর এর ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন—যা তাকে ‘বিশ্বকবি’র মর্যাদা এনে দেয়।

প্রয়াণ দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে রয়েছে একটি সাংস্কৃতিক আয়োজন।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

প্রকাশের সময়ঃ ০১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ঢাকাঃ আজ ২২ শ্রাবণ, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী।

৮৪ বছর আগে এই দিনে কবিগুরু বিদায় নিয়েছিলেন পৃথিবীর মঞ্চ থেকে, কিন্তু তার অসামান্য সৃষ্টি এখনও ছড়িয়ে আছে বাঙালির চিন্তা, সংস্কৃতি ও জীবনের নানা পরতে।

১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর কনিষ্ঠ সন্তান। ছোটবেলাতেই তার সাহিত্যচর্চা শুরু হয়। মাত্র আট বছর বয়সে লেখালেখির হাতে খড়ি হয়, আর প্রথম প্রকাশিত কবিতা ‘অভিলাষ’ ছাপা হয় ১৮৭৪ সালে।

রবীন্দ্রনাথের রচনার পরিমাণ বিস্ময়কর। তিনি রচনা করেছেন ৫২টি কবিতার বই, ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্পের সংকলন, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ, এবং ৩৮টি নাটক। এছাড়া তার মৃত্যুর পর ৩৬ খণ্ডে প্রকাশিত হয়েছে ‘রবীন্দ্র রচনাবলী’, এবং রয়েছে ১৯ খণ্ডের ‘রবীন্দ্র চিঠিপত্র’।

১৯১০ সালে ‘গীতাঞ্জলি’ প্রকাশের পর এর ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন—যা তাকে ‘বিশ্বকবি’র মর্যাদা এনে দেয়।

প্রয়াণ দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে রয়েছে একটি সাংস্কৃতিক আয়োজন।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।