
শেরপুরঃ শেরপুরে ২৪ এর জুলাই আন্দোলনের যোদ্ধাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার রাত ৮ টায় শেরপুর শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ( দাঁড়িপাল্লা) প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ-সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জুলাই যোদ্ধাগণ।
এসময় বক্তারা বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, ২৪ এর জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে হবে, এখনো শহীদের রক্তের দাগ শুকাইনি, গণঅভ্যুত্থানের এক বছর হলেও এখনো খুনিদের বিচার করা হয়নি।
গণহত্যার বিচারের আগে দেশে নির্বাচন হলে ২৪ এর জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলেও জানান বক্তারা।
আলোচনা শেষে জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহদের জন্য দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন।