
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় জলাবদ্ধতা নিরসনে উপজেলার নওয়াপাড়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অবৈধ নেটপাটা অপসারণ করলেন দেবহাটা উপজেলা ইউএনও কেএম আবু নওশাদ। আবারও কয়েক দিনের টানা বৃষ্টিতে মৎস্য ঘের, পুকুর, রাস্তা ঘাট,খাল বিল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
দেবহাটা উপজেলার মৎস্য অফিসের সার্বিক প্রচেষ্টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় নিজে পরিদর্শক করেন এবং জনবলদের সাথে থেকে নেটপাটা অপসারণ করেন।
৬ই আগস্ট ২০২৫, রোজ বুধবার সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাথে সাথে পারুলিয়ার চারকুনি বিল এলাকা, চেংমারি খালের অবৈধ নেটপাটা অপসারণ করেন। ৫ আগষ্ট দুপুরে নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নওয়াপাড়া গ্রামের নিচু এলাকায় বসবাসরত সহিদুল, শাহিনুল,আনারুল, খায়রুল, সিরাজুল, এবাদুলও তরিকুল সহ কিছু পরিবারের বসত ঘর জলাবদ্ধতা কারণে ইউএনও নিজে যেয়ে তাদের খোঁজ খবর নেয়, উক্ত এলাকায় জলাবদ্ধতার কারন জানতে চাইলে এলাকাবাসী জানান, বিলের পানি নিষ্কাশনের ক্যানেল গুলা বন্ধ করে মৎস্য ঘের করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উক্ত কারণের কথা শুনে তিনি সেই সকল ঘেরের ভেঁড়ি বাঁধ দিয়ে পায়ে হেঁটে সুইস গেট পরিদর্শক করেন। গেট পরিদর্শক শেষে এলাকাবাসী জানান, নওয়াপাড়া গ্রামের আব্দুল সরদারের ছেলে সোহারাফ, নূর আহমেদ ছেলে মিজান সহ কিছু জমির মালিকেরা মৎস্য ঘের করে পানি নিষ্কাশনের ক্যানেল বন্ধ করে দেওয়ার ফলে উক্ত এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইউএনও বলেন, তিনি ঘের মালিকদের সাথে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে আস্বস্ত করেন। এছাড়া ৬ আগষ্ট দেবহাটার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে যেয়ে,সেখানকার খাল বিলের অবৈধ নেট,পাটা অপসারণ করেন। এসময় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা থানার পুলিশ প্রদীপ কুমার,ইউনুস আলী,দেলোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক বলেন, আমরা গত কিছু দিন ধরে নেটপাটা অপসারণ করার জন্য মাইকিং করা হয়েছে কিন্তু তারা কোন গুরুত্ব দেইনি, যার কারণে আমরা নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু করেছি। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, দেবহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল বিলে নেট পাটা রাখা যাবে না, যা আছে আগামী ১ সপ্তাহের মধ্যে অপসারণ করতে হবে, নইলে আমার জনবল দিয়ে নেটপাটা অপসারণ করা হবে।