
শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলার চরশেরপুর ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার বিকালে চরশেরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরশেরপুর ইউনিয়ন শাখার সভাপতি মো: সুলতান আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী আব্দুস সুবাহান সহ আরো অনেকে।