আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর থানার চিহ্নিত ছিনতাইকারী, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে (৩৫) বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আজ (মঙ্গলবার) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলম, চয়ন সাহা ও আদনান বিন আজাদসহ মোহাম্মদপুর থানার একটি টিম তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

উপ-পুলিশ কমিশনার বলেন, তার নামে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। সে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এলাকা এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে এই এলাকার ত্রাস বলা চলে। এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। একবার তাকে আটক করতে গেলে মোহাম্মদপুর থানার পুলিশের এসআইকে কুপিয়ে সে আহত করেছিল। রক্তচোষা জনিকে গ্রেপ্তারের খবর শুনে এলাকার অনেক আনন্দিত।

৪ responses to “মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার”

  1. Janett says:

    I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  4. Rejestracja says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও সংবাদ