-
- সারাদেশ
- মানিকগঞ্জে যুবদল নেতা সুমন বহিষ্কার
- প্রকাশের সময়ঃ আগস্ট, ২৩, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
- 113 বার পড়া হয়েছে
আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের যুবদলের নেতা সুমন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ জাতীয়তাবাদী যুবদলের সদর উপজেলা কমিটির আহ্বায়ক সাইফুল হকের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে ১৯ আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের মানিকগঞ্জ সদর উপজেলা আহবায়ক সাইফুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সুমন আহমেদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।
এই বিভাগের আরও সংবাদ