
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী কাজী তাইবুর রহমান (অন্তর) এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আহমেদ।
গত সোমবার (১৭ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩২৬ নাম্বার রুমে কুষ্টিয়া জেলা ছাত্রসংসদ -কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপদেষ্টা প্যানেলের অনুমোদনক্রমে কুষ্টিয়া জেলা ছাত্রসংসদ -এর পরিচালনা পর্ষদ (২০২৫-২৬) ঘোষণা করেন উপদেষ্টা প্যানেলের শিক্ষক মো: সাজ্জাদ হোসেন, সদ্য সাবেক সভাপতি শরণ এহসান এবং সাধারণ সম্পাদক মো: সাঈদ হোসেন সাদী।
নবগঠিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন, সাদিয়া আহমেদ শর্মি,স্বাধীন ইসলাম,মোঃ রশিদুল ইসলাম রুশো, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন,কানিজ ফাতেমা প্রীতি,তানজিলা জামান,এস বি সাবিব,রওনক জামিল পিয়াস, মোঃ ইমন হোসেন, উম্মে রোকাইয়া এমি, খানসা মুস্তারি, আল মামুন শুভ,নাইমুর রহমান অনিক, নাইম হক।
এছাড়া সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পারভেজ,কোষাধ্যক্ষ রউফু রহমান জানভী,সহ কোষাধ্যক্ষ
সেজান হোসাইন,দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ,প্রচার সম্পাদক রাব্বি হোসাইন জীবন,উপ-প্রচার সম্পাদক ফজলে রাব্বি,ছাত্র কল্যাণ সম্পাদক ইস্মিতা ফারিহা অন্তু, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ সোহান ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির হাশিম,উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর সানি,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমর্পিতা ঘোষ,উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শিলন আহমেদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান আছেন।
নবগঠিত কমিটির সভাপতি কাজী তাইবুর রহমান (অন্তর)বলেন, ” আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের কুষ্টিয়া জেলা ছাত্রসংসদ-কে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে সুসংগঠিতভাবে সামনের এগিয়ে নিয়ে যেতে। সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”