১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৩:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল আল-আমিন (৩৬) নামের এক বাংলাদেশি যুবকের। শনিবার (৮ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকার বিপরীতে ভারত রাজগঞ্জের খালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন জেলার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে আল-আমিনসহ ১৫-২০ জনের একটি চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারির সঙ্গে বিএসএফ সদস্যের হাতাহাতি হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিএসএফ সদস্যকে দা দিয়ে আঘাত করলে এমন পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ ২ রাউন্ড ফায়ার করলে একজন বাংলাদেশি নাগরিক নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবি জানায়, আল আমিন বাংলাদেশি নাগরিক হলেও চোরাচালানের উদ্দেশে তিনি অধিকাংশ সময় ভারতের অভ্যন্তরে অবস্থান করতো। এ ছাড়া তিনি বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে গরু পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় শনিবার ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে উক্ত বাংলাদেশি নাগরিক গরু পাচারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে নিহত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু 

প্রকাশের সময়ঃ ০৩:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল আল-আমিন (৩৬) নামের এক বাংলাদেশি যুবকের। শনিবার (৮ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকার বিপরীতে ভারত রাজগঞ্জের খালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন জেলার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে আল-আমিনসহ ১৫-২০ জনের একটি চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারির সঙ্গে বিএসএফ সদস্যের হাতাহাতি হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিএসএফ সদস্যকে দা দিয়ে আঘাত করলে এমন পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ ২ রাউন্ড ফায়ার করলে একজন বাংলাদেশি নাগরিক নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবি জানায়, আল আমিন বাংলাদেশি নাগরিক হলেও চোরাচালানের উদ্দেশে তিনি অধিকাংশ সময় ভারতের অভ্যন্তরে অবস্থান করতো। এ ছাড়া তিনি বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে গরু পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় শনিবার ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে উক্ত বাংলাদেশি নাগরিক গরু পাচারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে নিহত হয়।