
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তাড়াহুড়ো করে বের হতে নিয়ে অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদ্রাসার ভবনের দেয়াল ধসে যায় এবং আশেপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।
এছাড়া, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সভাপতি মজিবর সাহেবের সিদ্ধিরগঞ্জ পুল মুজিব মার্কেট ভবন ফাটল এবং আটি হাউজিং এলাকার ৫ নং রোডের দুইটি বাড়ি ও দুই নং রোডের একটি বাড়ি একটির উপর আরেকটি হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়। এছাড়াও হিরাঝিল সিদ্ধিরগঞ্জপুল নতুন মহল্লা এলাকায় একাধিক ভবনের ফাটল দেখা গেছে।
একটি স্কুলে ফাটল, ভূমিকম্পের সময় সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাঝিল বাংলা শাখার মিডিয়ামের ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভেনাস এডোকেশন সোসাইটির আয়োজনে সেদিন বৃত্তি পরীক্ষা ছিল, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ প্রসঙ্গে একজন শিক্ষক বলেন, “আমরা জীবনের মায়া ত্যাগ করে প্রতিটি বাচ্চাকে নিরাপদে বের করে নিয়ে আসতে পেরেছি।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 


















