০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের দোসর চুনা খোরশেদ সক্রিয়

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী আওয়ামীলীগের দোসর খোরশেদ আলম ওরফে চুনা খোরশেদ সক্রিয় হয়ে উঠছে।

বিগত ৫ আগষ্টে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর খোরশেদসহ সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করায় ওই আন্দোলন সফল করতে নেতাকর্মীদের পিছনে বিপুল পরিমান অর্থ খরচ করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, একসময় লজিং মাষ্টার ছিল খোরশেদ আলম। পরে মনোয়ার জুট মিলসে দারোয়ান হিসেবে চাকরী নিয়ে কর্মক্ষেত্রে যোগদান করেন। পরবর্তীতে খোরশেদ চুনার জগতে এসে বনে যায় বাদশা। সে বিগত দিনে নাসিক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। বিগত ২৪ বছরের উপরে সে একই পদ আকরে ধরে রেখেছেন অর্থের জোরে। সে এই আওয়ামীলীগের দাপট দেখিয়ে গ্যাস চুরি করে অঢেল পরিমাণ অবৈধ সম্পত্তির মালিক বনে যায়।

গোপন সূত্রে জানা যায়, সে প্রচুর পরিমাণে গ্যাস চুরি, রাজস্ব ফাঁকি দিয়ে ৩ নং ওয়ার্ড সহ দেশের বিভিন্ন জায়গায় অঢেল সম্পত্তির মালিক বনে যায়। যার প্রেক্ষিতে তার নামে দুদকে মামলা হয় কিন্তু অর্থের জোরে সে মামলাও ধামা চাপা পড়ে যায়। সরকারি জায়গা দখল করে রাখার অভিযোগ রয়েছে। তার মালিকানাধীন ঢাকা লাইমস ও যমুনা লাইমস্ নামক চুনা কারখানার মধ্যে ঢাকা লাইমস নামক কারখানা সম্পূর্ণই সরকারি জায়গার উপর এবং পাশের জায়গাও পাথর দিয়ে তার নিজের দখলে রেখেছেন। সরকারিভাবে জায়গা খালি করতে বলা হলেও তিনি তা মানছেন না। তিনি ক্ষমতা ও অর্থের জোরে বিভিন্ন মহলকে ম্যানেজ করার মাধ্যমে উক্ত সম্পত্তি জোর জবর দখল করে রেখেছেন।

তার এই অর্থের একটা বৃহৎ অংশ সে আওয়ামীলীগের বিভিন্ন গুপ্ত হামলা ও কার্যক্রমে পরিচালনার কাজে সহযোগিতা করে আসছে বলেও একাধিক সূত্র জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, তার সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের দোসর চুনা খোরশেদ সক্রিয়

প্রকাশের সময়ঃ ০২:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী আওয়ামীলীগের দোসর খোরশেদ আলম ওরফে চুনা খোরশেদ সক্রিয় হয়ে উঠছে।

বিগত ৫ আগষ্টে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর খোরশেদসহ সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করায় ওই আন্দোলন সফল করতে নেতাকর্মীদের পিছনে বিপুল পরিমান অর্থ খরচ করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, একসময় লজিং মাষ্টার ছিল খোরশেদ আলম। পরে মনোয়ার জুট মিলসে দারোয়ান হিসেবে চাকরী নিয়ে কর্মক্ষেত্রে যোগদান করেন। পরবর্তীতে খোরশেদ চুনার জগতে এসে বনে যায় বাদশা। সে বিগত দিনে নাসিক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। বিগত ২৪ বছরের উপরে সে একই পদ আকরে ধরে রেখেছেন অর্থের জোরে। সে এই আওয়ামীলীগের দাপট দেখিয়ে গ্যাস চুরি করে অঢেল পরিমাণ অবৈধ সম্পত্তির মালিক বনে যায়।

গোপন সূত্রে জানা যায়, সে প্রচুর পরিমাণে গ্যাস চুরি, রাজস্ব ফাঁকি দিয়ে ৩ নং ওয়ার্ড সহ দেশের বিভিন্ন জায়গায় অঢেল সম্পত্তির মালিক বনে যায়। যার প্রেক্ষিতে তার নামে দুদকে মামলা হয় কিন্তু অর্থের জোরে সে মামলাও ধামা চাপা পড়ে যায়। সরকারি জায়গা দখল করে রাখার অভিযোগ রয়েছে। তার মালিকানাধীন ঢাকা লাইমস ও যমুনা লাইমস্ নামক চুনা কারখানার মধ্যে ঢাকা লাইমস নামক কারখানা সম্পূর্ণই সরকারি জায়গার উপর এবং পাশের জায়গাও পাথর দিয়ে তার নিজের দখলে রেখেছেন। সরকারিভাবে জায়গা খালি করতে বলা হলেও তিনি তা মানছেন না। তিনি ক্ষমতা ও অর্থের জোরে বিভিন্ন মহলকে ম্যানেজ করার মাধ্যমে উক্ত সম্পত্তি জোর জবর দখল করে রেখেছেন।

তার এই অর্থের একটা বৃহৎ অংশ সে আওয়ামীলীগের বিভিন্ন গুপ্ত হামলা ও কার্যক্রমে পরিচালনার কাজে সহযোগিতা করে আসছে বলেও একাধিক সূত্র জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, তার সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।