০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামঃ উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে তীব্র শীতের প্রভাব দিন দিন বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) ২২ বিজিবির তত্ত্বাবধানে সীমান্তবর্তী পাখিউড়ারচর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ারচর, মাদারগঞ্জ ও ময়দান চর এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে উপকৃত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্গম সীমান্ত চরাঞ্চলে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা তীব্র শীতে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হতে বিজিবি পেশাদারিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়ঃ ০৮:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামঃ উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে তীব্র শীতের প্রভাব দিন দিন বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) ২২ বিজিবির তত্ত্বাবধানে সীমান্তবর্তী পাখিউড়ারচর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ারচর, মাদারগঞ্জ ও ময়দান চর এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে উপকৃত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্গম সীমান্ত চরাঞ্চলে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা তীব্র শীতে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হতে বিজিবি পেশাদারিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।