
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের পক্ষ থেকে ২৫’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) বিকালে গোদনাইল ভূঁইয়াপাড়া বট তলা এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধানের উদ্যোগে প্রতিবছরের ন্যায় স্থানীয় শীতার্ত জনসাধারণের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গোদনাইল ভুইয়াপাড়া জামিয়া আরাবিয়া মাদ্রাসার ও মসজিদের সভাপতি আবুল কাসেম মেম্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার রিফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিস সিকদার, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 


















