
জাবিঃ এবার যদি আমরা হেরে যাই, তাহলে আর আমরা কবে দাড়াবো তা জানিনা-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
রবিবার (১৮ জানুয়ারী) সকালে জাবির সিনেট হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে দু’দিন ব্যাপী “নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ” কর্মশালার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আরাধ্য, সৎ, বস্তুনিষ্ঠ ও নিষ্ঠাবান থেকে সংবাদ পরিবেশন করতে হবে । আসন্ন নির্বাচনে তরুণদের ভূমিকা উল্লেখ করে আরও বলেন, সাড়ে চার কোটি তরুনের যে নৈতিক অঙ্গীকার- এটার উপর ভিত্তি করে সঠিক প্রার্থী নির্বাচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনব্যাপী এ কর্মশালায় নির্বাচন ও নির্বাচনে সাংবাদিকদের সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নিউজ নেটওয়ার্কের প্রধান পৃষ্ঠপোষক জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা বিষয়ক পরিচালক সায়লা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার-ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী।
নিজস্ব প্রতিবেদকঃ 





















