
শেরপুরঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাপমারী সৈনিকপাড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা। ২৩ জানুয়ারি শুক্রবার বিকালে সদর উপজেলার সাপমারী এলাকাবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শহর শাখার সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি, এম এ সাদী সহ আরো অনেকে।
খেলা দেখতে আশপাশের এলাকা থেকে বিভিন্ন শ্রেণি পেশার লেকজন ছুটে আসে।
পরে খেলায় বিজয়ীদলের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিগণ। খেলার আয়োজকরা জানান, আগামীতে আরো বড় পরিসরে এই খেলার আয়োজন করা হবে।
শেরপুর প্রতিনিধিঃ 


















