০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেছে বিএসএফ

 

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১২ জানুয়ারি) ভোরের মধ্যে ঘটনাটি ঘটেছে । রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-১০৬৩ নম্বরের নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

আটক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে খাটিয়ামারী সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি চক্র যায়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির মুখে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এদিকে আরেকটি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-১০৬৩ এলাকায় ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়া দিয়ে কম্বল পারাপার করছিল। তখন ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গেট খুলে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও মিস্টার আলীকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি আটক হওয়ার বিষয়টি জেনেছেন।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো জবাব দেয়নি।’

মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন, তবে তার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়নি। তাকে ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গুলি ছুড়ে কাউকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টহলরত সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। তবে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আটক যুবককে দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

রৌমারীতে বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশের সময়ঃ ০৬:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

 

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১২ জানুয়ারি) ভোরের মধ্যে ঘটনাটি ঘটেছে । রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-১০৬৩ নম্বরের নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

আটক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে খাটিয়ামারী সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি চক্র যায়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির মুখে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এদিকে আরেকটি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-১০৬৩ এলাকায় ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়া দিয়ে কম্বল পারাপার করছিল। তখন ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গেট খুলে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও মিস্টার আলীকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি আটক হওয়ার বিষয়টি জেনেছেন।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো জবাব দেয়নি।’

মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন, তবে তার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়নি। তাকে ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গুলি ছুড়ে কাউকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টহলরত সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। তবে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আটক যুবককে দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।