০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারী )সকালে ওই ইউনিয়নের ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নহিজত যুবকের বয়স ২৫-২৬ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ওই যুবক কারো বাড়িতে চুরি করতে গিয়েছিলো কিনা সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৬:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারী )সকালে ওই ইউনিয়নের ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নহিজত যুবকের বয়স ২৫-২৬ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ওই যুবক কারো বাড়িতে চুরি করতে গিয়েছিলো কিনা সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।