
শেরপুরঃ “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে “ভিডিপি দিবস-২০২৬” পালিত হয়েছে।
৫ জানুয়ারি সোমবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে শেরপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
এসময় শেরপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়ের আর্থ- সামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই দিনটি আমাদের সকল ভিডিপি সদস্যদের জন্য অনুপ্রেরণার দিন সাহস, কর্তব্য, দেশপ্রেম ও ত্যাগের প্রতীক হয়ে এগিয়ে আসার দিন। চলুন আমরা সকলে একযোগে শপথ নিই আমরা যে যার অবস্থান থেকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় কল্যাণে কাজ করবো।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায়, উপজেলা প্রশিক্ষিকা লাভলী আক্তার, শ্রীবরদী উপজেলা প্রশিক্ষক মো. মোবারক হোসেন, নকলা উপজেলা প্রশিক্ষক মো. আরিফ হোসেন, নালিতাবাড়ী উপজেলা প্রশিক্ষক মো. আলামিন, ঝিনাইগাতী উপজেলা প্রশিক্ষিকা আখিসহ আনসার ও ভিডিপির জেলা ও উপজেলার দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধিঃ 



















