
শেরপুরঃ শেরপুরে র্যাবের অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৩০১ বোতল ভারতীয় মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে র্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নন্দীর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ট্রাক থেকে ১৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদকচক্রের তিনজন সক্রিয় সদস্যকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে র্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
শেরপুর প্রতিনিধিঃ 


















