১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বোয়াল মাছটির ওজন ১৬ কেজি, বিক্রি হল কত?

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে মাছটি ধরা পড়ে।

এদিন সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি কমে যাওয়াতে বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

বোয়াল মাছটির ওজন ১৬ কেজি, বিক্রি হল কত?

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে মাছটি ধরা পড়ে।

এদিন সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি কমে যাওয়াতে বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।