০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নলতায় গভীর রাতে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি ব্যর্থ, গুরুতর অসুস্থ-৪

 

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে দুর্ধর্ষ চুরির জন্য গভীর রাতে চেতনা নাশক স্প্রের মাধ্যমে ভরত মন্ডলের পুরো পরিবারকে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। এতে করে একই পরিবারের চারজন অজ্ঞান ও অসুস্থ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে ঘটনার বিবরণে জানা যায়, কাজলা গ্রামের ভরত মন্ডল (৪৬) অন্যের মৎসঘেরে মাইনে থাকে। সেই সুবাদে তার বাড়ি থাকা হয় না। হিন্দু ধর্মের কালীপুজো উপলক্ষে (২০ অক্টোবর) সোমবার ভরত মন্ডলের মেয়ে লতা (২১), জামাই তরুণ সরকার (৩০) ও নাতি তনুশ্রী (৪) তার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় কাজলা পূজা মন্ডপে পুজো শেষ করে রাত বারোটার দিকে তারা বাসায় ফেরে। মেয়ে লতার শরীরে কিছু গহনা ছিল। সেটাই হয়তো দূর থেকে দুর্বৃত্তরা নজর দিয়েছে বলে অনেকের ধারণা। ভরত মন্ডলের স্ত্রী লতিকা মন্ডল (৩৬) ও ছেলে অমিত মন্ডল (১৭) সহ সকলেই যথারীতি ঘুমাতে চলে যায়।

(২১ অক্টোবর) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১:৩০টায় সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরে চেতনা নাশক ছিটায়। এবং বারান্দার এক পাশের কাঠের রেলিং খুলে ভেতরে প্রবেশ করে। ভরত মন্ডলের মেয়ে লতার শরীরে থাকা গহনা এবং ঘরের অন্যান্য মালামাল লুটপাট করার পূর্বেই বিধি বাম।

ভরত মন্ডলের প্রতিবেশী নরেন মন্ডল (৬৬) রাতে মৎস্য ঘেরে পানি সেচ দিচ্ছিল। সেখানে পানির মেশিনে তার পা কেটে যায় এবং হাতে অনেকগুলো কাটা ফুটে। নরেন মন্ডল সেই যন্ত্রণায় চিৎকার দিতে দিতে ওই রাতে বাড়ি ফিরে আসে। নরেন মন্ডলের চিৎকার চেঁচামেচিতে ওই গভীর রাতে তার বাড়িতে প্রতিবেশীরা জড়ো হয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে ধরা পড়ার ভয়ে, ভরত মন্ডলের বাড়িতে ঢোকা দুর্ধর্ষ দুর্বৃত্তরা লুটপাট করার পূর্বেই পালিয়ে যায়। গহনা ও মালামাল লুটপাটের হাত থেকে এ যাত্রায় রেহাই পায় ভরত মন্ডলের পরিবার ও তার মেয়ে জামাই। কিন্তু চেতনা নাশকে অজ্ঞান হয়ে অত্যন্ত অসুস্থতার কবলে পড়েছে পুরো পরিবার। শিশুটি বাদে চারজন অসুস্থ ব্যক্তির এখনো চিকিৎসা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

নলতায় গভীর রাতে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি ব্যর্থ, গুরুতর অসুস্থ-৪

প্রকাশের সময়ঃ ০৮:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

 

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে দুর্ধর্ষ চুরির জন্য গভীর রাতে চেতনা নাশক স্প্রের মাধ্যমে ভরত মন্ডলের পুরো পরিবারকে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। এতে করে একই পরিবারের চারজন অজ্ঞান ও অসুস্থ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে ঘটনার বিবরণে জানা যায়, কাজলা গ্রামের ভরত মন্ডল (৪৬) অন্যের মৎসঘেরে মাইনে থাকে। সেই সুবাদে তার বাড়ি থাকা হয় না। হিন্দু ধর্মের কালীপুজো উপলক্ষে (২০ অক্টোবর) সোমবার ভরত মন্ডলের মেয়ে লতা (২১), জামাই তরুণ সরকার (৩০) ও নাতি তনুশ্রী (৪) তার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় কাজলা পূজা মন্ডপে পুজো শেষ করে রাত বারোটার দিকে তারা বাসায় ফেরে। মেয়ে লতার শরীরে কিছু গহনা ছিল। সেটাই হয়তো দূর থেকে দুর্বৃত্তরা নজর দিয়েছে বলে অনেকের ধারণা। ভরত মন্ডলের স্ত্রী লতিকা মন্ডল (৩৬) ও ছেলে অমিত মন্ডল (১৭) সহ সকলেই যথারীতি ঘুমাতে চলে যায়।

(২১ অক্টোবর) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১:৩০টায় সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরে চেতনা নাশক ছিটায়। এবং বারান্দার এক পাশের কাঠের রেলিং খুলে ভেতরে প্রবেশ করে। ভরত মন্ডলের মেয়ে লতার শরীরে থাকা গহনা এবং ঘরের অন্যান্য মালামাল লুটপাট করার পূর্বেই বিধি বাম।

ভরত মন্ডলের প্রতিবেশী নরেন মন্ডল (৬৬) রাতে মৎস্য ঘেরে পানি সেচ দিচ্ছিল। সেখানে পানির মেশিনে তার পা কেটে যায় এবং হাতে অনেকগুলো কাটা ফুটে। নরেন মন্ডল সেই যন্ত্রণায় চিৎকার দিতে দিতে ওই রাতে বাড়ি ফিরে আসে। নরেন মন্ডলের চিৎকার চেঁচামেচিতে ওই গভীর রাতে তার বাড়িতে প্রতিবেশীরা জড়ো হয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে ধরা পড়ার ভয়ে, ভরত মন্ডলের বাড়িতে ঢোকা দুর্ধর্ষ দুর্বৃত্তরা লুটপাট করার পূর্বেই পালিয়ে যায়। গহনা ও মালামাল লুটপাটের হাত থেকে এ যাত্রায় রেহাই পায় ভরত মন্ডলের পরিবার ও তার মেয়ে জামাই। কিন্তু চেতনা নাশকে অজ্ঞান হয়ে অত্যন্ত অসুস্থতার কবলে পড়েছে পুরো পরিবার। শিশুটি বাদে চারজন অসুস্থ ব্যক্তির এখনো চিকিৎসা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।