
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের পুটাইল লক্ষী পূজার মেলায় ঘুরতে যেয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের অন্তর্গত পুটাইল লক্ষী পূজার মেলায় এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদিআরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল।
নিহতের পরিবার থেকে জানান,দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড়। ছোটভাই আবির (৭) মাদ্রাসায় পড়ে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাব্বি একা পুটাইল লক্ষী পূজার মেলায় মেলা দেখতে যায়। মেলা প্রাঙ্গণে পৌঁছালে দুস্কৃতিকারিরা রাব্বির উপর হামলা চালায়। তারা রাব্বির বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এতে গুরুতর আহত হয় রাব্বি।
নিহত রাব্বির মামা হালিম মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে মেলা কমিটির লোকজন আহত রাব্বিকে উদ্ধার করে স্থানীয় সেলিম মিয়ার অটোরিক্সায় করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতলে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে আনুমানিক রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত ডাক্তার রাব্বিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে পুলিশী তদন্ত চলছে বলে জানান তিনি।
মেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহিদুর রহমান বাবুল জানান, প্রাকৃতিক দূর্যোগের কারনে মেলা আগেই বন্ধ ঘোষনা দেওয়া হয়েছে। এরপরে এই ঘটনা ঘটেছে।তবে অপরাধী যেই হোকনা কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাাস্তির দাবি করেন তিনি।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে যান। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ জানান কি কারনে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।