১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় নারীর নিরাপত্তাহীনতা এবং ধর্ষণবিরোধী প্রতিবাদী মিছিল

 

ঢাকাঃ সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী, গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী এবং চলতি ও গত বছরে দেশব্যাপী ঘটে যাওয়া অজস্র ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২ টায় জিরানী বাজারের বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মিলন আহম্মেদ জয় ও আবু হোসাইন সবুজ।

মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে শুরু হয়।শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি পরিণত হয় প্রতিবাদী মিছিলে। মিছিলটি জিরানী বাজার স্ট্যান্ড থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক দিয়ে উত্তরের ইউ-টার্ন পর্যন্ত গিয়ে শেষ হয়।

প্রতিবাদে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে উপস্থিত ছাত্ররা।

বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে তারা প্রতিবাদী কথা লিখেছে,আমার বোনের নিরাপত্তা চাই,ধর্ষণের বিচার চাই, কালবিলম্ব নয়, নিরাপদ সমাজ গড়ি, নারী-পুরুষ সমান করি ধর্ষকের ফাঁসি চাই।

অনেক শিক্ষার্থী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, ধর্ষণ রুখো, সমাজ বাঁচাও।

প্রতিবাদকারীদের পক্ষে মিলন আহম্মেদ জয় বলেন,আমরা প্রতিদিন পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাস্তব জীবনে এমন সব পাশবিক ঘটনার খবর পাই, যা আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করে। আমরা এই সমাজে নিরাপদভাবে বাঁচতে চাই। এজন্য আমাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে।

আবু হোসাইন সবুজ বলেন, শিক্ষার্থীরা আজ শুধু পরীক্ষার ফলাফল নিয়েই ভাবছে না, তারা বুঝতে শিখছে ন্যায়-অন্যায়ের পার্থক্য। আমরা চাই, প্রশাসন এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

এইচ এস সি মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওসীফ ইসলাম জানায়, আমরা আর চুপ থাকবো না। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে। আমাদের এ প্রতিবাদ শুধু আজকের জন্য নয়, ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ সব সময়ের।

বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এমন জনসচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের এমন সোচ্চার ভূমিকা একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনের পথে ইতিবাচক বার্তা বহন করে।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে শামীম আহমেদ ঢালীর নেতৃত্বে নজরকাঁড়া মিছিল

আশুলিয়ায় নারীর নিরাপত্তাহীনতা এবং ধর্ষণবিরোধী প্রতিবাদী মিছিল

প্রকাশের সময়ঃ ০৩:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

 

ঢাকাঃ সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী, গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী এবং চলতি ও গত বছরে দেশব্যাপী ঘটে যাওয়া অজস্র ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২ টায় জিরানী বাজারের বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মিলন আহম্মেদ জয় ও আবু হোসাইন সবুজ।

মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে শুরু হয়।শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি পরিণত হয় প্রতিবাদী মিছিলে। মিছিলটি জিরানী বাজার স্ট্যান্ড থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক দিয়ে উত্তরের ইউ-টার্ন পর্যন্ত গিয়ে শেষ হয়।

প্রতিবাদে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে উপস্থিত ছাত্ররা।

বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে তারা প্রতিবাদী কথা লিখেছে,আমার বোনের নিরাপত্তা চাই,ধর্ষণের বিচার চাই, কালবিলম্ব নয়, নিরাপদ সমাজ গড়ি, নারী-পুরুষ সমান করি ধর্ষকের ফাঁসি চাই।

অনেক শিক্ষার্থী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, ধর্ষণ রুখো, সমাজ বাঁচাও।

প্রতিবাদকারীদের পক্ষে মিলন আহম্মেদ জয় বলেন,আমরা প্রতিদিন পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাস্তব জীবনে এমন সব পাশবিক ঘটনার খবর পাই, যা আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করে। আমরা এই সমাজে নিরাপদভাবে বাঁচতে চাই। এজন্য আমাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে।

আবু হোসাইন সবুজ বলেন, শিক্ষার্থীরা আজ শুধু পরীক্ষার ফলাফল নিয়েই ভাবছে না, তারা বুঝতে শিখছে ন্যায়-অন্যায়ের পার্থক্য। আমরা চাই, প্রশাসন এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

এইচ এস সি মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওসীফ ইসলাম জানায়, আমরা আর চুপ থাকবো না। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে। আমাদের এ প্রতিবাদ শুধু আজকের জন্য নয়, ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ সব সময়ের।

বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এমন জনসচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের এমন সোচ্চার ভূমিকা একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনের পথে ইতিবাচক বার্তা বহন করে।