
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনুজা মন্ডল।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ কালিগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সদস্য সচিব কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য মারুফ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সাতক্ষীরার কৃতি সন্তান আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তরুণদের অংশগ্রহণই একটি সুস্থ সমাজ গঠনের মূল চাবিকাঠি।
আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন বলেন,খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। মাঠে তরুণদের সক্রিয় অংশগ্রহণই একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।