
মৌলভীবাজারঃ গত ৮/১০/২০২৫ ইং তারিখে তরুণ আলেমে দ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টি কারী বক্তা এম তারেক আহমাদ ফারুকী সাহেব উনি উনার আইডি তে একটি গজল আপলোড দেন তার পর মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কুদ্দুছ মিয়ার ছেলে বর্তমান সৌদিআরব প্রবাসী একাধিক মামলার আসামী আলেমের মুখোশধারী এক সন্ত্রাসী মোঃ তাজ উদ্দীন নামক ব্যক্তি সে ঐ পোষ্টে এসে অনর্থক কমেন্ট করে তার কমেন্টের উক্তর দেওয়াকে কেন্দ্র করে সে বিকালে ফারুকী সাহেবের পিক দিয়ে তার আইডিতে অশালীন এবং হুমকি দিয়ে পোষ্ট করে। আবার ঐ ব্যক্তি রাত্রে তার আইডিতে সরাসরি ভিডিও আপলোড করে এবং ভিডিও তে সরাসরি ফারুকী সাহেব কে হত্যার হুমকি দিয়েছে এবং আরও বলে সে যে সে মামলা প্রশাসন এগুলো ভয় পায়না।
তার দেওয়া পোষ্ট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পরে।
বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।মৌলভীবাজার জেলার বিভিন্ন জাগায় ঐ মুখোশধারী সন্ত্রাসীর বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
বর্তমানে বিষয়টি সমাধানের পথে যাচ্ছে আশা করা যায় হয়তো সুন্দর একটি সমাধান আসতে পারে।