১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৯ মাঝিমাল্লাকে নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:২৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

 

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ১৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও নাফ নদের নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

এদিকে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর।

তিনি বলেন, দুটি নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা নাফ নদে মাছ শিকারে যান।

আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ সীমান্তে দায়িত্বরত বিজিবির এক কর্মকর্তা বলেন, নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের নিয়ে যাওয়ার খবর পেয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

১৯ মাঝিমাল্লাকে নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশের সময়ঃ ১১:২৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

 

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ১৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও নাফ নদের নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

এদিকে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর।

তিনি বলেন, দুটি নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা নাফ নদে মাছ শিকারে যান।

আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ সীমান্তে দায়িত্বরত বিজিবির এক কর্মকর্তা বলেন, নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের নিয়ে যাওয়ার খবর পেয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।