
ঢাকাঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালানার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার (১১ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল, কান্দাইল গ্রামের কাসেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), সালাম মৃধা ছেলে বাহাদুর মৃধা (৪২), কোন্ডলবাগ গ্রামের হাজী কেরামত মিয়ার ছেলে আতাউল রহমান (৪৪) ধলপুর মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনূস আলী ইমন (৩৭) বেরন তেঁতুল তলা আলমগীর হোসেনের ছেলে নাসিম (২২) বড় ওয়ালিয়া এন এইচ খানের ছেলে মাহাফুজুর, মধ্যে গাজিরচট তাজউদ্দীনের ছেলে বাদল হোসেন, বাইদগাও মৃত মজিদের ছেলে আব্দুল রহিম ( ৩৫) ঘোষবাগ কাজী বাড়ি মৃত সালাউদ্দিনের ছেলে মোঃ রায়হান (২৫), পল্লী বিদ্যুৎ আরবি রোড মোহাম্মদ আলীর ছেলে সিহাদ (২০), পল্লী বিদ্যুৎ আরবি রোড আলাউদ্দিনের ছেলে মোঃ আাল আমিন (২১), তৈয়বপুর ইদ্রীস আলীর ছেলে রাজু আহমেদ, কুরগাঁও নতুন পাড়া রতন মিয়ার ছেলে স্বপন (৩২), পঞ্চগড় জেলা শহিদুল ইসলামের ছেলে মোঃ নবাব (৩৩), মৃত আব্দুল করিমের ছেলে সিরাজুল ইসলাম (৪২), আব্দুস সালামের ছেলে আজাদুল ইসলাম, মনসুরের মেরছালীন (২০), সাইতুল্লাহ প্রামাণিকের ছেলে মোঃ সোহেল (৪১) গিয়াসউদ্দিন পেদার ছেলে সোহাদ পেদা (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকঃ 



















