০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে আবাদি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আবাদি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ শত শত কৃষক ও সাধারণ মানুষ বাঘুটিয়া বাজার নদী পাড় এলাকায় মানববন্ধন করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা “ড্রেজারের দাপট বন্ধ কর”, “কৃষিজমি রক্ষা কর” ও “অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই”—এমন স্লোগান দিতে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার কারনে পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বাল্বহেড ও ড্রেজার মেশিন বসিয়ে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মানববন্ধনে জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন শত শত বাল্বহেড ভর্তি বালু বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ড্রেজার দিয়ে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে, জমির নিচের স্তর দুর্বল হয়ে ধসে যাচ্ছে, যা পরিবেশের জন্যও মারাত্মক হুমকি।

বাঘুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বিএসসি বলেন, “আমাদের ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে, ঘরবাড়ি ভাঙছে। আমরা জীবিকার পথ হারাচ্ছি। কিন্তু প্রশাসন নীরব দর্শকের মতো রয়েছে। “যদি ড্রেজার বন্ধ না হয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে এবং যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন মাওলানা তাজুল ইসলাম বলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লাসহ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাক্যাম্পে লিখিতভাবে অবগত করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে আবাদি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৩:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আবাদি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ শত শত কৃষক ও সাধারণ মানুষ বাঘুটিয়া বাজার নদী পাড় এলাকায় মানববন্ধন করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা “ড্রেজারের দাপট বন্ধ কর”, “কৃষিজমি রক্ষা কর” ও “অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই”—এমন স্লোগান দিতে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার কারনে পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বাল্বহেড ও ড্রেজার মেশিন বসিয়ে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মানববন্ধনে জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন শত শত বাল্বহেড ভর্তি বালু বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ড্রেজার দিয়ে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে, জমির নিচের স্তর দুর্বল হয়ে ধসে যাচ্ছে, যা পরিবেশের জন্যও মারাত্মক হুমকি।

বাঘুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বিএসসি বলেন, “আমাদের ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে, ঘরবাড়ি ভাঙছে। আমরা জীবিকার পথ হারাচ্ছি। কিন্তু প্রশাসন নীরব দর্শকের মতো রয়েছে। “যদি ড্রেজার বন্ধ না হয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে এবং যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন মাওলানা তাজুল ইসলাম বলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লাসহ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাক্যাম্পে লিখিতভাবে অবগত করা হয়েছে।