
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও গুণীজনের অংশগ্রহণে এক আলোচনাসভা হয়েছে।
১৩ আগস্ট (বুধবার) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনাসভা অনুষ্টিত হয়।
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বক্তক্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এটিএম মফিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।
এসময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 



















