
টাঙ্গাইলঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইল মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ পালিত।
মঙ্গলবার ( ১২ আগস্ট) সকালে র্্যালীর মাধ্যমে যুবদিবসের কার্যক্রম শুরু হয়। র্্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন চত্তর প্রদক্ষিণ করে।
মধুপুর উপজেলা পরিষদের চতুর্থ তলায় কনফারেন্স রুমে মধুপুর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলার শাখার আমির আব্দুল কাদির। মধুপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় যুব সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে যুবকদের ও যুবদিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন যুবকদেরকে প্রযুক্তির বহুমাত্রিক প্রয়োগের সঠিক ব্যবহারের মাধ্যমে আগামির সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে যুবকদের মাঝে মোট (৫ লাখ টাকার)যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
।