
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানান, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে ।
স্টাফ রিপোর্টার 



















