১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৭:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

ঢাকাঃ আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি।

মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও একটি চক্র মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার করিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তারা আরও বলেন, ফরিদুল ইসলাম ফরিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চক্রান্তের সঙ্গে জড়িত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে যদি বিনা কারণে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হয়, তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্টু প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয়

জুলাই আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত : মোঃ খোরশেদ আলম

আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

 

ঢাকাঃ আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি।

মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও একটি চক্র মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার করিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তারা আরও বলেন, ফরিদুল ইসলাম ফরিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চক্রান্তের সঙ্গে জড়িত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে যদি বিনা কারণে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হয়, তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্টু প্রমুখ।