
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপির সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
শনিবার (১৬ আগস্ট ) দুপুরে মানিকগঞ্জে কালিবাড়ী মন্দীরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পুজা উৎযাপন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জহিরুল আলম খান লোদি, সত্যেন কান্ত্য ভজন, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম খান বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুবদলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন,দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।।
প্রধান অতিথি আরো বলেন, মানিকগঞ্জ জেলা হচ্ছে একটি শান্তিপ্রিয় জেলা। তাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।
অন্যান্য বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম দমন ও মানবকল্যাণের জন্য। তাঁর জীবনাদর্শ সত্য, ন্যায়, দয়া, প্রেম ও ভ্রাতৃত্ববোধে সমৃদ্ধ। বর্তমান সময়ে সমাজে শান্তি ও সাম্যের প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে আরও জানানো হয়, জন্মাষ্টমী উৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজকে সুন্দর ও মানবিক করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে ভক্তরা কীর্তন, নামসংকীর্তন, পূজা ও প্রসাদ গ্রহণে অংশ নেন। বিভিন্ন স্থান থেকে আগত নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে মিলনায়তন ভরে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে। শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনাট্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে এক বর্নাঢ্য আনন্দ র্যালি বের হয়।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 



















