১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আব্বা বেঁচে থাকলে আমার কোন বুদ্ধির অভাব হতো না; জামায়াত নেতা জাহিদুর রহমান

 

মানিকগঞ্জঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ হরিরামপুর -সিংগাইর ও মানিকগঞ্জ সদরের আংসিক নিয়ে মানিকগঞ্জ -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জাহিদুর রহমানের বলেন, আজকে আমার আব্বা জীবিত থাকলে নির্বাচন সংক্রান্ত আমার কোন বুদ্ধির অভাব হতো না। ব্যাগ পেতে হতোনা।যেহেতু আব্বা জীবিত নাই বন্ধুরা যারা এখানে আছেন আমি মনেকরি যারা আমার আব্বার সাথে রাজনীতি করেছেন,বন্ধুত্ব করেছেন আজ আমার বাবার অবর্তমানে আপনাদের আমাকে ছেলের মত করে রাখতে হবে। আপনাদের ছেলের মত করে আমাকে উপদেশ দিবেন।

শনিবার সন্ধায় তার নিজ এলাকার সর্বস্তরের জনগন আয়োজিত পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারে এক নির্বাচনি সাধারন সভায় জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জাহিদুর রহমান এসব কথা বলেন।

কাফাটিয়া দারোগাবাড়ী হাফিজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমারতো তেমন টাকা পয়সা নাই। আল্লাহ যা দিয়রছে আলহাম্দু লিল্লাহ। ছেলের স্কুলে পড়ার বেতন দিতে পারছি,যেখানে থাকছি তার ভাড়া দিতে পারছি,অফিস থেকে একটি গাড়ি দিয়েছে তার খরচ বহন করতে পারছি, মানুষ আমার কাছে গেলে তাকে সহযোগিতা করার সুযােগ আমার আছে। আমি এর চেয়ে বেশি কিছু চাইনা।

তিনি আরো বলেন আমি পারবোনা নির্বাচনের আগে ভোটকিনা, এজেন্ট কেনা,প্রশাসন কেনা আমারর কাছে এমন ক্যাপাসিটি নাই।আমি যেটা পারবো সেটা হচ্ছে আপনার জন্য সরকারের পক্ষ থেকে একটা বাজেট আছে।প্রত্যেক নাগরিকের জন্য একটা বাজেট সরকারের নিকট আছে এই বাজেটটা আপনাদের পর্যন্ত পৌছায়না। এটা আপনার পর্যন্ত পৌছে দিতে ম্যাক্সিমাম আমি পারবো।
ঘুষ নিয়ে জামাত নেতা বলেন, যারা ঘুষ খায় তারা বলে উপরের নির্দেশ। এটা ঐ পর্যন্ত যায়। কিন্তু উপর থেকে যদি সাবধান করে দেয় তাহলে কারো সাধ্য আছে ? তার চাকরি নিয়েইতো টানাটানি।
তিনি বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু ঘুষ লেনদেন হয়েছে দেড় লক্ষ কোটি টাকা।যদি উপর ওয়ালা ছিরিয়াছ থাকে তাহলে নিচের ঘুষ বন্ধ হবে। আমার কোন ঘুষের প্রয়োজন নাই, এক্সটাকোন মানির প্রয়োজন নাই। আমি মরার পরে একটা লোকও যেন বলতে না পারে আমি ওনার কাছে দশটাকা পাই।

এসময় আরো বক্তব্য রাখেন জামাত নেতা এ্যা.জামাল উদ্দীন,প্রফেসার আব্দুর রাজ্জাক, মো: সোনা মিয়া প্রমুখ। মাগরেব নামাজ শেষ পশ্চিম হাসলী ঈদগা মাঠে এক উঠান বৌঠক করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

জুলাই আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত : মোঃ খোরশেদ আলম

আব্বা বেঁচে থাকলে আমার কোন বুদ্ধির অভাব হতো না; জামায়াত নেতা জাহিদুর রহমান

প্রকাশের সময়ঃ ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

 

মানিকগঞ্জঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ হরিরামপুর -সিংগাইর ও মানিকগঞ্জ সদরের আংসিক নিয়ে মানিকগঞ্জ -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জাহিদুর রহমানের বলেন, আজকে আমার আব্বা জীবিত থাকলে নির্বাচন সংক্রান্ত আমার কোন বুদ্ধির অভাব হতো না। ব্যাগ পেতে হতোনা।যেহেতু আব্বা জীবিত নাই বন্ধুরা যারা এখানে আছেন আমি মনেকরি যারা আমার আব্বার সাথে রাজনীতি করেছেন,বন্ধুত্ব করেছেন আজ আমার বাবার অবর্তমানে আপনাদের আমাকে ছেলের মত করে রাখতে হবে। আপনাদের ছেলের মত করে আমাকে উপদেশ দিবেন।

শনিবার সন্ধায় তার নিজ এলাকার সর্বস্তরের জনগন আয়োজিত পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারে এক নির্বাচনি সাধারন সভায় জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জাহিদুর রহমান এসব কথা বলেন।

কাফাটিয়া দারোগাবাড়ী হাফিজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমারতো তেমন টাকা পয়সা নাই। আল্লাহ যা দিয়রছে আলহাম্দু লিল্লাহ। ছেলের স্কুলে পড়ার বেতন দিতে পারছি,যেখানে থাকছি তার ভাড়া দিতে পারছি,অফিস থেকে একটি গাড়ি দিয়েছে তার খরচ বহন করতে পারছি, মানুষ আমার কাছে গেলে তাকে সহযোগিতা করার সুযােগ আমার আছে। আমি এর চেয়ে বেশি কিছু চাইনা।

তিনি আরো বলেন আমি পারবোনা নির্বাচনের আগে ভোটকিনা, এজেন্ট কেনা,প্রশাসন কেনা আমারর কাছে এমন ক্যাপাসিটি নাই।আমি যেটা পারবো সেটা হচ্ছে আপনার জন্য সরকারের পক্ষ থেকে একটা বাজেট আছে।প্রত্যেক নাগরিকের জন্য একটা বাজেট সরকারের নিকট আছে এই বাজেটটা আপনাদের পর্যন্ত পৌছায়না। এটা আপনার পর্যন্ত পৌছে দিতে ম্যাক্সিমাম আমি পারবো।
ঘুষ নিয়ে জামাত নেতা বলেন, যারা ঘুষ খায় তারা বলে উপরের নির্দেশ। এটা ঐ পর্যন্ত যায়। কিন্তু উপর থেকে যদি সাবধান করে দেয় তাহলে কারো সাধ্য আছে ? তার চাকরি নিয়েইতো টানাটানি।
তিনি বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু ঘুষ লেনদেন হয়েছে দেড় লক্ষ কোটি টাকা।যদি উপর ওয়ালা ছিরিয়াছ থাকে তাহলে নিচের ঘুষ বন্ধ হবে। আমার কোন ঘুষের প্রয়োজন নাই, এক্সটাকোন মানির প্রয়োজন নাই। আমি মরার পরে একটা লোকও যেন বলতে না পারে আমি ওনার কাছে দশটাকা পাই।

এসময় আরো বক্তব্য রাখেন জামাত নেতা এ্যা.জামাল উদ্দীন,প্রফেসার আব্দুর রাজ্জাক, মো: সোনা মিয়া প্রমুখ। মাগরেব নামাজ শেষ পশ্চিম হাসলী ঈদগা মাঠে এক উঠান বৌঠক করেন তিনি।