
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মথুরেশপুর ইউনিয়ন ও নলতা ইউনিয়ন অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার কারনে টাইব্রেকারের মাধ্যমে মথুরেশপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
বাফুফে রেফারী আলিমুজ্জামান রিফাতের পরিচালনায় উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ও ইউ পি সদস্য জামাল ফারুক, মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আজগার আলী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের টীম সদস্য রফিকুল ইসলাম রেজা, সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নাজমুল হুদা, হাফেজ খায়রুল বাশার, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় পিয়ার আহমেদ প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আলমগীর কবির, আবুল কালাম বিন আকবর ও জাকির হোসেন।