১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেলবাজ

তেলবাজ
কবি মোঃ শামীম হোসেন

তিলে তৈল হয় শুনেছি, বলেছিলো গুণীজন।
বর্তমানে তেল না মারতে পারলে হয়না প্রমোশন।
সরকারি, বেসরকারি হোক না সেটা আধা সরকারি চাকরি,
তেল ছাড়া প্রমোশনের হয়না কারবারী।
তেলমারা না শিখে কি করিলাম জীবনে,
যাহা করিয়াছি অর্জন সব গেছে বিফলে।
কাজ করুক আর না করুক যদি তেল মারতে পারো,
হাত ছাড়া হবেনা প্রমোশন আর একবার ও ।
তেলের যে এত দাম আগে যদি জানতাম,
পড়ালেখা না করে তেল মারাই শিখতাম।
নিজেকে ব্যক্তি হিসাবে তুমি যতই মনে করো যোগ্য,
তেলবাজের স্বভাব তোমাকে প্রমাণ করবে অযোগ্য।

 

****সমাপ্তি***

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

তেলবাজ

প্রকাশের সময়ঃ ১০:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

তেলবাজ
কবি মোঃ শামীম হোসেন

তিলে তৈল হয় শুনেছি, বলেছিলো গুণীজন।
বর্তমানে তেল না মারতে পারলে হয়না প্রমোশন।
সরকারি, বেসরকারি হোক না সেটা আধা সরকারি চাকরি,
তেল ছাড়া প্রমোশনের হয়না কারবারী।
তেলমারা না শিখে কি করিলাম জীবনে,
যাহা করিয়াছি অর্জন সব গেছে বিফলে।
কাজ করুক আর না করুক যদি তেল মারতে পারো,
হাত ছাড়া হবেনা প্রমোশন আর একবার ও ।
তেলের যে এত দাম আগে যদি জানতাম,
পড়ালেখা না করে তেল মারাই শিখতাম।
নিজেকে ব্যক্তি হিসাবে তুমি যতই মনে করো যোগ্য,
তেলবাজের স্বভাব তোমাকে প্রমাণ করবে অযোগ্য।

 

****সমাপ্তি***