
ঢাকাঃ আশুলিয়ায় সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে রবিবার দিবাগত রাত সারে এগারোটা দিকে আশুলিয়ার দিয়াখালী হতে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), এবং খুলনার দৌলতপুর উপজেলার রুস্তম আলীর ছেলে মোঃ আল আমিন (২৫)।
সূত্র জানায়, গত রাতে আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় জামগড়া আর্মি ক্যাম্প এবং যৌথবাহিনী কর্তৃক ইয়াবা ব্যবসার সাথে জড়িত ২ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ২৮,৬০০/- টাকা ইয়াবা বিক্রির অর্থসহ মানিব্যাগ, ৩টি মোবাইল ফোন (অপরাধমূলক তথ্যসহ) এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যৌথ বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।