০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষতা অর্জনই সফল উদ্যোক্তা হবার মূল চাবিকাঠি , –জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের” সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন“উদ্যোক্তা হতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো ব্যবসা সফল হতে চাইলে প্রাথমিকভাবে পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই। দক্ষ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ডঃ.ফারুক হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক দফতর সম্পাদক এএসএম সাইফুল্লাহ প্রমুখ।

বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন), মানিকগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজিত প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন মহিলা উদ্যোক্তাদের পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের আজ ছিল সমাপনী দিন ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় জ্ঞান, বিপণন কৌশল, ব্যবসা পরিকল্পনা তৈরি, আর্থিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হবে।

শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিধি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

দক্ষতা অর্জনই সফল উদ্যোক্তা হবার মূল চাবিকাঠি , –জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

প্রকাশের সময়ঃ ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের” সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন“উদ্যোক্তা হতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো ব্যবসা সফল হতে চাইলে প্রাথমিকভাবে পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই। দক্ষ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ডঃ.ফারুক হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক দফতর সম্পাদক এএসএম সাইফুল্লাহ প্রমুখ।

বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন), মানিকগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজিত প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন মহিলা উদ্যোক্তাদের পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের আজ ছিল সমাপনী দিন ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় জ্ঞান, বিপণন কৌশল, ব্যবসা পরিকল্পনা তৈরি, আর্থিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হবে।

শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিধি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।