
ঢাকাঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দারসহ ০২ জনকে গ্রেফতার র্যাব- ৪।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব- ৪ এর প্রেস শাখা। এর আগে পৃথক অভিযানে ভাদাইল এলাকা ৎেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আসামী রাসেল মিয়ার কাভ থেকে ০৩ টি তাজা গুলি, ০১টি চাইনজি কুড়াল,০১ টি চাপাতি ০১ টি সুইচ গিয়ার চাকু,০১ টি পাঞ্চগিয়ার চাকু,০৫ টি মোবাইল ও নগদ ৬,৭৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ মইনুল ইসলাম এবং রাসেল মিয়া।
সূত্র জানায়, আশুলিয়া থানার একটি টহল টিম গত ০৯ অক্টোবর ২০২৫ তারিখ রাতে আশুলিয়া থানার ভাইদল এলাকায় ডিউটি করাকালীন রাস্থায় গাছ ফেলে ডাকাতি করার সময় ডাকাত দলের ০১ সদস্যকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে আসামিদের তথ্যর ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল পৃথক অভিযানে ১৩ ও ১৪ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার মোঃ মইনুল ইসলাম ও রাসেল মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের থানায় প্রেরণ করা হয়েছে এবং তদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।