
সাতক্ষীরাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে “ঐক্য ও প্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা তাঁতীদলের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০অক্টোবর) বিকাল ৪ টায় উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান পাড়,, সাবেক ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রশিদ,সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ইউপি সদস্য আব্দুল গাজী,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু,উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নূর ইসলাম ও মোঃ হাসান প্রমুখ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,“তাঁতী সমাজ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বিএনপির আদর্শ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে তাঁতীদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে।
জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশপ্রেমিক শক্তিকে আবারও সংগঠিত করতে হবে। সভায় বক্তারা আরও বলেন, “তাঁতী সমাজ শুধু কাপড় বোনে না, তারা বোনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষার জন্য বিএনপি ও তাঁতীদল সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকবে।”অনুষ্ঠান শেষে দলীয় নেতৃবৃন্দ ঐক্য ও সংগঠনকে সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন সময়ের আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।