০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি ফলাফল ২০২৫: কালীগঞ্জে শিক্ষার আলো ছড়ালো কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ

সাতক্ষীরাঃ “অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি” এ কথাটির জ্বলন্ত প্রমাণ যেন দক্ষিণ বাংলার গৌরব, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে এ বছরও কলেজটি নিজস্ব গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখেছে।

জীবনের প্রতিটি প্রভাতে যেমন সূর্যের আলো নতুন আশার দিগন্ত উন্মোচন করে, তেমনি এই কলেজও আলোকিত করছে পুরো অঞ্চলের শিক্ষা-অঙ্গন।

শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক, অধ্যবসায় ও মানবিক দায়িত্ববোধই যেন আজকের এই সাফল্যের মূলভিত্তি।

কলেজটির অধ্যক্ষ জনাব মোঃ আরিফ বিল্লাহ বলেন- আমাদের প্রতিটি শিক্ষকই নিবেদিত প্রাণ। সকাল থেকে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকেন। আমি নিজে প্রতিটি ক্লাস মনিটর করি— যেন কেউ পিছিয়ে না পড়ে। তিনি আরও জানান, শুধু নিয়মিত পাঠদানই নয়, নাইট কোচিং, বাড়িতে গিয়ে পাঠদানের উদ্যোগ, এবং অসহায় ও মেধাবীদের আর্থিক সহায়তা— এসবই তাদের সাফল্যের মজবুত ভিত্তি গড়ে তুলেছে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১২১ জনের মধ্যে ১১৮ জন অংশ নেয়, যার মধ্যে ৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ, পাসের হার ৬৫.২৫%। যশোর বোর্ড গ্রিডে পাশের হার যেখানে ৬০% এর নিচে সেখানে এ হার যথেষ্ট সম্ভাবনার বার্তা নিয়ে আসে।

ফলাফলের এই ধারাবাহিক উন্নতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমাজের মধ্যেও এনে দিয়েছে এক নবউদ্দীপনা।

ইংরেজি বিভাগের প্রভাষক বাবু রামপ্রসাদ ঘোষ বলেন,

“ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে উঠতে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি। অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমে ক্লাস নিয়ে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছি।”

তবে শিক্ষাক্ষেত্রে এই প্রশংসনীয় সাফল্যের মাঝেও একটুখানি বেদনা লুকিয়ে আছে—ভৌত অবকাঠামো ও সরকারি সুযোগ–সুবিধার ঘাটতি।

শিক্ষকরা মনে করেন, “যদি সরকারি সহায়তা বৃদ্ধি পায় এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটে, তবে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ দক্ষিণ বাংলার এক অনন্য মডেল বিদ্যাপীঠে পরিণত হবে।”

অবশেষে বলা যায়— এই সাফল্য শুধু একটি কলেজের নয়, এটি কালীগঞ্জের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, মেধা ও অনুপ্রেরণার প্রতীক।

যতদিন জ্ঞানের প্রদীপ জ্বলবে, ততদিন কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ থাকবে দক্ষিণ বাংলার গৌরবের এক উজ্জ্বল অধ্যায় হয়ে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

এইচএসসি ফলাফল ২০২৫: কালীগঞ্জে শিক্ষার আলো ছড়ালো কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ

প্রকাশের সময়ঃ ১২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সাতক্ষীরাঃ “অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি” এ কথাটির জ্বলন্ত প্রমাণ যেন দক্ষিণ বাংলার গৌরব, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে এ বছরও কলেজটি নিজস্ব গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখেছে।

জীবনের প্রতিটি প্রভাতে যেমন সূর্যের আলো নতুন আশার দিগন্ত উন্মোচন করে, তেমনি এই কলেজও আলোকিত করছে পুরো অঞ্চলের শিক্ষা-অঙ্গন।

শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক, অধ্যবসায় ও মানবিক দায়িত্ববোধই যেন আজকের এই সাফল্যের মূলভিত্তি।

কলেজটির অধ্যক্ষ জনাব মোঃ আরিফ বিল্লাহ বলেন- আমাদের প্রতিটি শিক্ষকই নিবেদিত প্রাণ। সকাল থেকে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকেন। আমি নিজে প্রতিটি ক্লাস মনিটর করি— যেন কেউ পিছিয়ে না পড়ে। তিনি আরও জানান, শুধু নিয়মিত পাঠদানই নয়, নাইট কোচিং, বাড়িতে গিয়ে পাঠদানের উদ্যোগ, এবং অসহায় ও মেধাবীদের আর্থিক সহায়তা— এসবই তাদের সাফল্যের মজবুত ভিত্তি গড়ে তুলেছে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১২১ জনের মধ্যে ১১৮ জন অংশ নেয়, যার মধ্যে ৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ, পাসের হার ৬৫.২৫%। যশোর বোর্ড গ্রিডে পাশের হার যেখানে ৬০% এর নিচে সেখানে এ হার যথেষ্ট সম্ভাবনার বার্তা নিয়ে আসে।

ফলাফলের এই ধারাবাহিক উন্নতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমাজের মধ্যেও এনে দিয়েছে এক নবউদ্দীপনা।

ইংরেজি বিভাগের প্রভাষক বাবু রামপ্রসাদ ঘোষ বলেন,

“ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে উঠতে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি। অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমে ক্লাস নিয়ে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছি।”

তবে শিক্ষাক্ষেত্রে এই প্রশংসনীয় সাফল্যের মাঝেও একটুখানি বেদনা লুকিয়ে আছে—ভৌত অবকাঠামো ও সরকারি সুযোগ–সুবিধার ঘাটতি।

শিক্ষকরা মনে করেন, “যদি সরকারি সহায়তা বৃদ্ধি পায় এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটে, তবে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ দক্ষিণ বাংলার এক অনন্য মডেল বিদ্যাপীঠে পরিণত হবে।”

অবশেষে বলা যায়— এই সাফল্য শুধু একটি কলেজের নয়, এটি কালীগঞ্জের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, মেধা ও অনুপ্রেরণার প্রতীক।

যতদিন জ্ঞানের প্রদীপ জ্বলবে, ততদিন কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ থাকবে দক্ষিণ বাংলার গৌরবের এক উজ্জ্বল অধ্যায় হয়ে।