
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলার কৃষি প্রশিক্ষণ হলে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা “লিচ ব্রুক”-এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেডিপ প্রকল্পের অধীনে গঠিত নারী ও কৃষক এসোসিয়েশনের মোট ৫১ জন দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্ক খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমাদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল রানা ম্যানাজার (এম এফ পি), মধুপুর শাখা, বিজিএস, প্রোগ্রাম অফিসার আইবি, তপসী রানী দাস, সহকারী হিসাব রক্ষক শেখর মিত্র বড়ুয়া, সমাজ কর্মী মোঃ নূর আলম, মোঃ আনিছুর রহমান । এছাড়াও বিভিন্ন নারী ও কৃষক এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সহ বাংলা-জার্মান সম্প্রীতির অন্যান্য কর্মকর্তা ও সুবিধা ভোগী ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলে তারা শিক্ষা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।