
শেরপুরঃ শেরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় দলটির নেতাকর্মীরা।
জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম অভিযোগ করেন, গণসংযোগ চলাকালীন বিএনপির কিছু কর্মী গাড়ি বহর আটকে দেয়। সেখানে জামায়াতের প্রচারণা চালানো যাবে না বললে, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াতের কর্মীদের ওপর
হামলা করলে সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, ওয়ার্ড সভাপতি রকিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, তারা এর আগেও তিনবার আমাদের কাজে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১২ জনের নামে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ অস্বীকার করেছে জেলা বিএনপি।
শেরপুর প্রতিনিধিঃ 



















