০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক নির্মাণের খোঁড়া গর্তে যাত্রীবাহী বাস

 

সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের জন্য খোঁড়া গর্তে একটি যাত্রীবাহী বাস পড়ে গেছে। এ ঘটনায় বাসচালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে । তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটি সড়ক নির্মাণ কাজের জন্য পাশে খোঁড়া গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে বাসচালকসহ কয়েকজন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আপু বলায় ক্ষেপে গেলেন কালীগঞ্জের ইউএনও

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক নির্মাণের খোঁড়া গর্তে যাত্রীবাহী বাস

প্রকাশের সময়ঃ ০৭:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

 

সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের জন্য খোঁড়া গর্তে একটি যাত্রীবাহী বাস পড়ে গেছে। এ ঘটনায় বাসচালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে । তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটি সড়ক নির্মাণ কাজের জন্য পাশে খোঁড়া গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে বাসচালকসহ কয়েকজন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।