
ঢাকাঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি জনাব রুবেল হাওলাদার, পিপিএম। ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মিজানুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
সাফল্যের নেপথ্যে পুলিশ সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে আশুলিয়া থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, কিশোর গ্যাং দমন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন রুবেল হাওলাদার। তাঁর দক্ষ নেতৃত্বে আশুলিয়া অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় জেলা পুলিশ প্রশাসন তাঁকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জনাব রুবেল হাওলাদার বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আশুলিয়া থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এই অর্জন আমাকে ভবিষ্যতে জনগণের সেবা ও অপরাধ দমনে আরও বেশি দায়বদ্ধ করবে।”
উল্লেখ্য, রুবেল হাওলাদার পিপিএম পদকপ্রাপ্ত একজন চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি ইতিপূর্বেও তাঁর সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য পুলিশের উচ্চপর্যায় থেকে একাধিকবার প্রশংসিত হয়েছেন।
অনুষ্ঠানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর এর মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ আসাদুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ 



















