
ঢাকাঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার এ এস আই মোহাম্মদ যুবায়ের হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার দায়িত্ব পালন কালে মোহাম্মদ যুবায়ের হোসেনের তৎপরতায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্ঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজে তার ভূমিকা প্রশংসিত হয়। এসব মূল্যায়নের ভিত্তিতেই তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ এ এস আই হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে এস আই মোহাম্মদ যুবায়ের হোসেন বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান স্যারের নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্স একসঙ্গে কাজ করছে। সামনে আমরা আরো ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এই স্বীকৃতি আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















