
ঢাকাঃ ঢাকা ১৯ সংসদীয় সাভার ও আশুলিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের নিকট গার্মেন্টস শ্রমিকদের ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সকালে সাভার প্রেসক্লাব মিলনায়তনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়ার ৪৩ টি শ্রমিক সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এসময় ছয় দফা দাবি আদায়ে তারা লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের দাবিগুলো হচ্ছে, জনসংখ্যা অনুপাতে সরকারি উদ্যোগে শ্রমিক কলোনি, সরকারি স্কুল ও কলেজ, ডে-কেয়ার সেন্টার, খেলার মাঠ এবং বার্ন ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে,শ্রমিকদের নিরাপদ চলাচলের জন্য রাস্তায় আলোকবাতি ও সিসি ক্যামেরা স্থাপন এবং কর্মস্থলে যাতায়াতের সময়
বৃষ্টি থেকে রক্ষায় পর্যাপ্ত যাত্রী ছাউনি নির্মাণ করতে হবে,ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে,শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা, সব কারখানায় ফেয়ার প্রাইস শপ চালু এবং শ্রমজীবীদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করতে হবে।
পাশাপাশি অনিয়ন্ত্রিত বাড়িভাড়া বৃদ্ধি রোধে বাড়িভাড়া আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আগামী জাতীয় সংসদে শ্রমজীবী মানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরতে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং স্কপ-এর ৯ দফা উপস্থাপন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
দাবিগুলো বাস্তবায়ন হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন হবে বলে মনে করেন তারা।
নিজস্ব প্রতিবেদকঃ 



















