০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জে অংশগ্রহণকারী ১৯ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিক ভাবে সকল প্রার্থীর উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্দ দেন।

বৈধ প্রার্থীরা হলেন,মানিকগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির ( ধানের শীষ) জামায়াতে ইসলামীর ডাঃ আবু বকর সিদ্দিক ( দাঁড়িপাল্লা), গণআধিকারের মোহাম্মদ ইলিয়াস হোসাইন ( ট্রাক),জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান (কলম),ইসলামী আন্দোলনের সুলতানা উদ্দিন আহম্মেদ (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা( ঘোড়া)।

মানিকগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থীর ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ), খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির এসএম মান্নান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী ( হাতপাখা)।
মানিকগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ( ধানের শীষ), দশ দলীয় প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূর ( রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা (ফুটবল), মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল), জাতীয় পার্টি জেপির মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল), বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী (মোটর গাড়ি কার), স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল), ইসলামী আন্দোলনের শামসুদ্দিন (হাত পাখা)।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হলো বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সারা দেশে জোয়ার দেখছি হ্যাঁ ভোটের জন্য: প্রেস সচিব

মানিকগঞ্জে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জে অংশগ্রহণকারী ১৯ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিক ভাবে সকল প্রার্থীর উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্দ দেন।

বৈধ প্রার্থীরা হলেন,মানিকগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির ( ধানের শীষ) জামায়াতে ইসলামীর ডাঃ আবু বকর সিদ্দিক ( দাঁড়িপাল্লা), গণআধিকারের মোহাম্মদ ইলিয়াস হোসাইন ( ট্রাক),জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান (কলম),ইসলামী আন্দোলনের সুলতানা উদ্দিন আহম্মেদ (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা( ঘোড়া)।

মানিকগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থীর ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ), খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির এসএম মান্নান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী ( হাতপাখা)।
মানিকগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ( ধানের শীষ), দশ দলীয় প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূর ( রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা (ফুটবল), মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল), জাতীয় পার্টি জেপির মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল), বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী (মোটর গাড়ি কার), স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল), ইসলামী আন্দোলনের শামসুদ্দিন (হাত পাখা)।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হলো বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।