
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরের কাইতকাই এলাকায় সুজনের মোড় লাভলুর সমিলের সামনে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত ব্যক্তি বয়স আনুমানিক (৬০) তাকে অজ্ঞাত নামা একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে স্হানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে।
লাশটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে মধুপুর থানা সূত্রে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার এস আই আরিফুল ইসলাম।
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ 


















